জলঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

জলঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান
হারুন অর রশিদ(রিয়াদ,)জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলার কৈমারী রথের বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। সোমবার বিকেলে ওই বাজারের তপন রায়ের সার দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সার দোকান থেকে আগুনের উৎপত্তি হলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে একট টেইলার্সের দোকান ও একটি হোটেল রেস্তরাঁ পুড়ে যায়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেচে যায় আরো ৭টি দোকান। জলঢাকা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ইনচার্জ মমতাজুল হক অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পরিমাণ হবে বলে জানিয়েছেন। তাৎক্ষণিক বিকালে প্রাথমিক সাহায্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এবং প্রতিটি দোকান মালিককে নগদ তিন হাজার টাকা অর্থিক সাহায্য প্রদান করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest