দ্রুত এগিয়ে চলছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্প

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

দ্রুত এগিয়ে চলছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্প
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দ্রুত গতিতে এগিয়ে চলছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দুই লেন থেকে তিন লেনে উন্নতীকরণ প্রকল্পের কাজ। দীর্ঘ প্রতিক্ষার পর গত বছরের জুন মাস থেকে ৮৮৩ কোটি টাকা বরাদ্দে শুরু হয়েছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ১০৬ দশমিক ৪৩০ মিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্পের কাজ। ৯টি প্যাকেজে ১০৭ কিলোমিটার সড়ককে ৫ দশমিক ৫ মিটার প্রস্থ থেকে ৯ দশমিক ৭ মিটার প্রস্থ করা হচ্ছে। দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের সূত্রমতে, সকড়টিকে ভবিৎতে ৪ লেনে উন্নতিকরণের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে। প্রথম পর্যায়ে রাস্তার মাঝে থাকা ১০০ টি ছোট ও পুরাতন কালভার্ট ভেঙ্গে ১২ দশমিক ২০ মিটার প্রশস্ত করে নির্মান করা হচ্ছে। এই সড়কের দুইধারে রয়েছে দেশের অন্যতম বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যেপাড়া পাথর খনি, দেশের অন্যতম স্থলবন্দল হিলি পোর্ট ও দেশের অন্যতম পিকনিক স্পট স্বপ্নপুরী। এ ছাড়াও এই সড়কের আওতায় বৃহত্তম দিনাজপুর জেলার ৪টি উপজেলা ও ৩টি পৌর শহর রয়েছে। এই সড়কের উন্নয়নের ফলে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের দিনাজপুর সহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যাতায়াতের সময় কমে আসবে। দিনাজপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়কটি ভবিৎতে ৪ লেন করার কথা মাথায় রেখে সব কাজ করে যাচ্ছে সরকার। এই আঞ্চলিক মহাসড়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। ঢাকা থেকে উত্তরাঞ্চলের তিনটি জেলায় যাওয়া করতে এই সড়ক ব্যবহার করা হয়। সড়কটি প্রশস্ত করার জণগণের অনেক ভোগান্তি কমে যাবে। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারর্সের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে কালভার্ট নির্মানের কাজ প্রায় ৭০ ভাগ শেষ। রাস্তার দুই ধারের কার্পেটিং কাজ চলছে। আগামী বছরের জুন-জুলাই মাসের ভিতর সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest