জুলহাস উদ্দীন তেতুলিয়া উপজেলা প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাটবাজারগুলোতে জনসমাগমের মাধ্যমে সংক্রমনের আশংকা থাকায় স্থানীয় সকল বাজারে থাকা দোকানপাটসমূহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভার.) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হোটেল-রেস্তোরা সমূহে বসে খাবার গ্রহণ করা যাবে না। চা-কফি তৈরি-বিক্রয় এবং টি-স্টলসমূহ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই সকল স্থানে কোনক্রমেই টিভি কিংবা ক্যারাম বোর্ড জাতীয় আড্ডা সৃষ্টিকারী সামগ্রী রাখা যাবে না। সাপ্তাহিক হাট ও গরু, ছাগল ও অন্যান্য গবাদি পশুর হাট সমূহ বন্ধ থাকবে। তবে পার্সেল আকারে বাড়িতে নেয়ার জন্য খাদ্য ক্রয়-বিক্রয় করা যাবে। জনসমাগম পরিহার করে নিত্য প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করা যাবে। জরুরি সেবামূলক ফার্মেসী/ঔষধের দোকান খোলা থাকবে। প্রদত্ত নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোন ব্যক্তি উক্ত নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।।