হারুনরঅর রশিদ(রিয়াদ) জলঢাকা প্রতিনিধিঃ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। প্রয়োজনের তাগিদ ছাড়া মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ওষুধের দোকান, মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া সকল দোকানেই বন্ধ রয়েছে । রাস্তায় মাঝে মাঝে দুই চারটি অটোরিক্সা, মটোরসাইকেল ছাড়া অন্যকোন যানবাহনের দেখা মিলছেনা। বাজারে ক্রেতা না থাকায় যেসকল ব্যবসায়ীরা দোকান খুলছে তারা বসে বসে অলস সময় কাটাচ্ছে। বাজারে মানুষ না আসায় কেনা বেচা নেই বললেই চলে। যেখানে আগে দৈনিক ৬ থেকে ৭ হাজার টাকার মালামাল বিক্রি হতো এখন এক হাজার টাকার পণ্যও বিক্রি করা যায় না। তবে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু পণ্যের সংকট রয়েছে। তবে হাট বাজারগুলোতে ওষুধের দোকানে দু একটা করে মানুষ চোখে পড়ে। তবে শহর থেকে দুরে গ্রামের চিত্র সম্পুর্ন ভিন্ন আইন শৃঙ্খলা বাহিনির নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ছোট চায়ের দোকানগুলোতে সন্ধ্যার পড় উপচে করা ভির লক্ষনিও