ঠাকুরগাঁওয়ে দুটি মাথাসহ একটি বাছুর জন্ম নিল

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

ঠাকুরগাঁওয়ে দুটি মাথাসহ একটি বাছুর জন্ম নিল
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নে ১ নং ভোবলা (কালুয়া মোড়) ওয়ার্ডে একটি গাভী গরু দুই মাথা বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। তার দুটো মুখ দুটো কান এবং পা চার। শুক্রোবার (৩ এপ্রিল) সকালে ওই ১ নং ভোবলা গ্রামে (কালুয়ার মোড়ে) বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হই চই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন স্থান হতে শত শত মানুষ ছুটে যায় ওই এলাকায়। গাভীর মালিক সহিদুল ইসলাম বলেন, দীর্ঘ অনেক বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম। গরুর মালিক জানান গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। এতে গাভী গরুটি বেঁচে যায়। তিনি বলেন, বাছুরটির দুটি মাথা দুটি কান দুটি মুখ, ৪ টি পা এর আগেও গাভীটি আরো দুটি বাচ্চা প্রসব করেছে। যা ভালোভাবেই বেড়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest