ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সামাজিক দূরত্ব না মেনে অহেতুক বাজারে ঘুরাঘুরি ও গণপরিবহন চলাচল করায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন নাহার উপজেলার দাউদপুর, হেয়াতপুর মহারাজপুর, ভাদুরিয়া, দলারদর্গা ও চড়ারহাট বাজারে অভিযান পরিচালনা করে কোন কারণ ছাড়াই বাজারে অহেতুক ঘুরাঘুরি করায় ও গণপরিবহন চলাচল করায় ঐ ৯ ব্যক্তিকে বিভিন্ন পরিমানে মোট ৬ হাজার ২শ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান-করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান করা হয়েছে। পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST