বাগেরহাটে আইসোলেশনে থাকা তিন জন করোনা আক্রন্ত নয়

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

বাগেরহাটে আইসোলেশনে থাকা তিন জন করোনা আক্রন্ত নয়
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :-বাগেরহাটে সদর হাসপাতাল ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা তিন জন করোনা আক্রান্ত নয়। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণের জন্য বাগেরহাট সদর হাসপাতালে এক গৃহবধূকে (৪২) আইসোলেশনে নেওয়া হয়। একই দিন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্য বয়সী এক পুরুষকে আইসোলেশনে নেওয়া হয়। তারও আগে বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে এক পুলিশ সদস্য (২২) জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও আইসোলেশনে পাঠানো হয়। এদের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ সংক্রমণের উপস্থিতি পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠায় বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ। আইইডিসিআরের পরীক্ষার রিপোর্টে আইসোলেশনে থাকা এই তিন জনের কারও শরীরেই নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়নি। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালে দুইজন এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে আমরা আইইডিসিআর এ পাঠিয়েছিলাম। পরীক্ষার পরে আইইডিসিআর আমাদের জানিয়েছেন এদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। এর আগে দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর বাগেরহাট সদর হাসপাতালে তিনজন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছেন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest