বেনাপোলে এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে অসহায় দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

বেনাপোলে এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে অসহায় দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এসএম স্বপন, বেনাপোল প্রতিনিধিঃ করোনায় দিন আনা দিন খাওয়া অসহায় দুস্থ ১২৩ দিনমজুর পরিবারের মাঝে বেনাপোলে এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পৌর এলাকার বিভিন্ন ওর্য়াডে এ খাদ্য সামগ্রী বিতরন করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচ। এসময় তাদের মাঝে ৫ কেজি চাউল, এক লিটার তেল, দুই কেজি আটা, তিন কেজি আলু, এক কেজি কাঁচা মরিচ, এক কেজি লবন ও দুই পিচ সাবান বিতরণ করা হয়েছে। এসময় ব্যাচের প্রচার সম্পাদক জিসান আহমেদ রাব্বি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং যার যার ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আর সরকারের এ নির্দেশনার প্রতি একাত্না ঘোষণা করে নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর এসব মানুষের প্রতি সহমর্মিতা অনুভব এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এসএসসি-২০১০ ব্যাচের সদস্যরা এসময় সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest