রাজশাহীর পুঠিয়ায় নারায়ণগঞ্জ ফেরত আরো এক নারী করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

রাজশাহীর পুঠিয়ায় নারায়ণগঞ্জ ফেরত আরো এক নারী করোনা আক্রান্ত
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো:রাজশাহীর পুঠিয়ায় নারায়ণগঞ্জ ফেরত গন্ডগোহালী গ্রামের লাবনী (৩০) নামের এক মহিলা করোনা রোগে আক্রান্ত হয়েছে। তিনি চলতি মাসের ১৩ তারিখে নারায়ণগঞ্জ থেকে রাজশাহীর পুঠিয়া নিজ বাড়িতে ফিরে আসেন। তিনি একজন গার্মেন্টস কর্মী। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত চলতি মাসের ১৩ তারিখ নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস কর্মী লাবনী নিজ গ্রামে ফিরে আসেন। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে তার রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ মঙ্গলবার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে ওই নারী নিজ বাড়িতেই আইসোলেশন রয়েছে। আপাতত তাকে বাড়িতেই রাখা হবে। সেখান থেকেই তার চিকিৎসা চলবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest