দিনাজপুরে প্রথম সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

দিনাজপুরে প্রথম সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর:-  আজ দিনাজপুরে সিভিল সার্জন সুত্রে পাওয়া খবরে জানা যায় ৭ জন করোনা রুগী শনাক্ত হয়েছে দিনাজপুরে। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে (কোভিড-১৯) দিনাজপুরে এই প্রথম ৭ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রংপুর বিভাগের ৫টি জেলার ১৫ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর মধ্যে দিনাজপুর জেলার ৭ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন, নবাবগঞ্জ উপজেলার ৩ জন ও ফুলবাড়ী উপজেলার ১ জন রয়েছেন। দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম বলেন, আমাদের একটি মিটিং চলছে। মিটিং শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে এই প্রথম দিনাজপুরে একদিনে সাতজন করোনা রুগী ধরা পড়ে। সাতজন রুগী ধরা পড়ার পর দিনাজপুরে বিভিন্ন মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest