কেউ এগিয়ে আসেনি পাঁচবিবি থানার ওসি ছাড়া

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

কেউ এগিয়ে আসেনি পাঁচবিবি থানার ওসি ছাড়া
আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ রাত তখন পৌনে ২ টার মতো। সন্তান প্রসবের ব্যাথায় কাতর ছিল প্রসুতি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আরিফা আক্তার। শত চেষ্টা করেও বাড়িতে যখন সন্তান জন্মদিতে অপারগতা প্রসুতির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠিক তখনি যেন আসমান ভেঙে মাথায় পড়ার উপক্রম বাবা আমিনুলের। সকল বাঁধা অপেক্ষা করে মেয়েকে হাসপাতালে নিতে এলাকার প্রতিটি রিকশা ভ্যান, ইজি-পাওয়ার চালকের দ্বারে দ্বারে ঘুরেও কেউ রাজি হয়নি হাসপাতালে যেতে। কারন প্রসুতির ছোটভাই স্বাধীন গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়ি আসলে থানা পুলিশ হোম কোয়ারাইন্টের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় তার বাড়ির দড়জায়। স্বাস্থ্য বিভাগের কর্মিরা স্বাধীনের করোনা ভাইরাস নির্ণয়ে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠিয়েছে। মেয়ের বাবা বলেন, সোমবার গভীর রাতে মেয়ের এ অবস্থায় যখন কেউ এগিয়ে আসেনি তখন অবশেষে থানা পুলিশকে ফোনে ঘটনা জানালে একটু পরেই আমার বাড়িতে থানার ওসি মনসুর রহমান এসে হাজির হয়ে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। জয়পুরহাট পদ্মা ক্লিনিকে মেয়েকে ভর্তি করালে ভোর রাতে মেয়ের একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। মেয়ের বাবা আমিনুল বলেন, থানার ওসির এমন মহানুভবতার জন্য আমার মেয়ে এতবড় একটা বিপদ থেকে রক্ষা পেল এজন্য আল্লাহ নিকট তাঁর জন্য প্রাণ খুলে প্রার্থনা করি ওসি’র যেন ভালো হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest