ঠাকুরগাঁও কালবৈশাখীর প্রথম ছোবল, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ঠাকুরগাঁও কালবৈশাখীর প্রথম ছোবল, ব্যাপক ক্ষয়ক্ষতি
মো: মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ ঠাকুরগাঁও জেলায় কালবৈশাখী প্রথম ছোবলে বিভিন্ন ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে করোনা দুর্যোগে থাকা মানুষজন আরেকটি বিপদের মুখে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে ওই কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। তারপর শুরু হয় শুকনো ঝড়। এরপর বৃষ্টিসহ ঝড় প্রায় ঘণ্টা স্থায়ী হয়। এতে করে ইরি-বোরোক্ষেত. পটল, করলা, শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে পড়ে আমের কলি। কোনো কোনো স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।  কৃষক জানান, বৈশাখী ঝড়ে তাদের ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষ বলেন, করোনার কারণে মানুষ এমনিতে গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে পড়েছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest