করোনায় বাগেরহাটের মানুষের পাশে ক্রিকেটার রুবেল

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

করোনায় বাগেরহাটের মানুষের পাশে ক্রিকেটার রুবেল
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :করোনাকাল রুখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন ক্রিকেটাররা। কঠিন এই সময়ে যে যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করছেন। পেসার রুবেল হোসেন মিরপুরের অসহায়দের সাহায্য করার পাশাপাশি বাগেরহাটের মানুষের পাশেও দাঁড়িয়েছেন। নিজ জেলায় ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছেন জাতীয় দলের এই পেসার। বুধবার বাগেরহাটের ডিসি ও এসপির সঙ্গে স্থানীয় চেয়ারম্যান রুবেলের পাঠানো ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন।
করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ জ্বর। এই লক্ষণ সনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যা মানবদেহের কাছাকাছি আনলে তাপমাত্রার পরিমাপ বের করে দেয় অনায়াসে। লেজার এবং ইনফ্রারেড রশ্মির মাধ্যমে কোনও স্পর্শ ছাড়াই যেকোনও স্থানের বা মানবদেহের তাপমাত্রা মুহূর্তেই বের করা সম্ভব এই থার্মোমিটারের সাহায্যে। এ প্রসঙ্গে রুবেল আলোকিত সময়’কে বলেছেন, ‘আমার জন্মস্থান বাগেরহাট জেলায় ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছি। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা পরিষদসহ প্রয়োজনীয় জায়গাতে আমাদের চেয়ারম্যান, ডিসি, এসপি স্যাররা এগুলো বিতরণ করেছেন।’ নিজ জেলার জন্য কিছু করতে পেরে দারুণ তৃপ্ত রুবেল, ‘বাগেরহাটের সন্তান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। ত্রাণ সামগ্রী সবাই দিচ্ছে। আমি তন্ময় ভাইয়ের (বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়) সঙ্গে আলোচনা করে এই ধরনের কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘করোনা উপসর্গের প্রধান লক্ষণ জ্বর। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়াতে এটা থাকলে করোনা আক্রান্ত কাউকে শুরুতেই সনাক্ত করা সম্ভব হবে। যার কারণে এটা পাঠিয়েছি। বাগেরহাটের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest