লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ
সাহীন ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি :-  নাটোরের লালপুর উপজেলার ২১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক ধান চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ -১ মৌসুমে আউশ প্রনোদনার আওতায় ২ পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। আউশ মৌসুমে প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন। এসময় লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মামুর রশিদ উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest