এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধি : শার্শার নাভারনে সরকারি আদেশ অমান্য, বিভিন্ন অনিয়ম ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার সময় শার্শার নাভারনে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম। এসময় শার্শা নাভারনের বজলুর রহমান কাঠশিখড়াকে ১ হাজার টাকা, শুকুর আলী যাদবপুরকে ১ হাজার টাকা, রেজাউল নাভারণ রেল বাজারকে ১ হাজার টাকা, শহীদ দক্ষিণ বুরুজবাগানকে ১০ হাজার টাকা, আরিফ, বুরুজবাগানকে ৫ হাজার টাকা, আঃ মজিদ দক্ষিণ বুরুজবাগানকে ৫ হাজার টাকা, হাবিব ট্রেডার্স প্রো. কবির নাভারণ রেল বাজারকে ১০ হাজার টাকা, নিউ সাহা স্টোর, প্রো. অনন্ত সাহা গুননগরকে ১০ হাজার টাকা, ময়না স্টোর, প্রো. ময়না কাজিরবেড়কে ১০ দশ হাজার টাকা, বারিক স্টোর, প্রো. আ. রহমান কাজিরবেড়কে ৪ হাজার টাকা সহ সর্বমোট ৫৭,০০০/- (সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয়। খোরশেদ আলম বলেন, বিভিন্ন অনিয়ম ও পণ্য সামগ্রীর মূল্য বেশি রাখার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। এসময় তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে সবাই বাসায় অবস্থান করুন এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। সন্ধ্যা ৬টার পর সবাইকে ঘরের বাইরে বের হতে মানা করেন। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে বলে জানান।