রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে ফাতেমা (৩০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। মৃত ফাতেমা উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাইনপাড়া গ্রামের লিটন আলীর স্ত্রী। আজ শুক্রবার বেলা১১টার সময় এ ঘটনা ঘটে। পুঠিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে আসে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ ফাতেমার লিটন আলীর সাথে বিয়ের পূর্বে বগুড়া জেলায় তার প্রথম বিয়ে হয়। সেই স্বামী ঘরে তার দুইটি কন্যা সন্তান রয়েছে। পরে ঢাকা থাকাকালীন সময় লিটন আলীর সাথে ফাতেমার দ্বিতীয় বিবাহ হয়। করোনার প্রভাবে লিটন ঢাকা থেকে আগেই চলে আসে। পরে গতকাল ফাতেমা তার স্বামী লিটন আলীর বাড়িতে আসে। ফাতেমা বাড়িতে আসা নিয়ে লিটনের পরিবারের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এর জের ধরে ফাতেমা সকালে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে ফাতেমার ঝুলন্ত লাশ দেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুঠিয়া থানা পুলিশ বিকালে ফাতেমার লাশ উদ্ধার করে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ফাতেমা আত্নহত্যা করে। আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছি। আগামীকাল ময়না তদন্তের জন্য ফাতেমার লাশ রামেক হাসপাতালে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest