মোঃ ফিরোজ হোসাইন আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: করোনা সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে। মোল্লা আজাদ সরকারী কলেজ প্রাঙ্গনে ট্রাকে করে সারীরিক দুরুত্ব বজায় রেখে ৫ লিটার তেল ১ কেজি ডাল ২ কেজি চিনি ২ কেজি ছোলা ছয়শত সত্তর টাকায় বিক্রয় করা হয়। এতে তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি জনস্বাস্থ্য প্রকৌশলী উপ-সহকারী সমর কুমার সুমন। শারীরিক দুরুত্ব বজায় এবং নিয়ম তান্ত্রিকভাবে পণ্য সামগ্রী কিনতে প্রশাসনকে থানা পুলিশ ও স্কাউটস সদস্য সহোযোগিতা করেন। জানাযায়, সারাদেশে যখন করোনা নিয়ে মানুষ আতংকিত সাধারণ খেটে খাওয়া কৃষকশ্রেণী ও দিনমজুর ভ্যানচালকেরা ঘড়ের বাইরে বের হতে পারছেনা ঠিক সে সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে দেয়। সরকার টিসিবির মাধ্যমে এসব পণ্যসামগ্রী বিক্রয় শুরু করলে বাজার নিয়ন্ত্রণে চলে আসে। রমজান মাসে দ্রব্যমূল্য ঠিক রাখতে এর ধারাবাহিকতা চলমান থাকবে তবে বর্তমানে মানুষের চাহিদা অনেক বেশি বলে জানান ডিলার উদয় সাহা। ক্রেতা শাহাজান জানায়, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্পদামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি। তবে পণ্যগুলোর সরবরাহ বেশিকরা প্রয়োজন বলে জানান তিনি। জানতে চাইলে ইউএনও মোঃছানাউল ইসলাম বলেন চাহিদার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি বেশি বেশি সরবরাহ করার জন্য। এসময় তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাড়ীর বাহিরে বের হবেন না। বাড়ীতে থেকে নিজেকে এবং দেশকে করোনার হাত থেকে মুক্ত রাখুন। সরকারী নিয়ম কানুন মেনে চলুন মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করুন।