লালপুরে সরকারী নিদেশ অমান্য করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

লালপুরে সরকারী নিদেশ অমান্য করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
সাহীন ইসলাম, লালপুর ( নাটোর ) প্রতিনিধি :-  নাটোরের লালপুরে সরকারী নিদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় লালপুর উপজেলার ১০ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার উপজেলার গোপালপুর, লালপুর এবং আব্দুলপুর বাজারের পৃথক অভিজানে এ জরিমানা করেন না‌টোর জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সহকারী ক‌মিশনার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান। উল্লেখ্য সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা দোকানের কিছু অংশ খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। পুলিশ বা সেনাবাহিনীর গাড়ি আসা মাত্রই তারা আবার তা বন্ধ করে দিচ্ছেন। এতে করে সামাজিক দূরত্ব মনে হচ্ছে না এবং করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে। নিয়মিত এমন অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest