তেঁতুলিয়ায় আরেক নারীর করোনা সনাক্ত

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

তেঁতুলিয়ায় আরেক নারীর করোনা সনাক্ত
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় ৪২ বছরের আরেক নারীর করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দারালো ২ জনে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধায় জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন। নতুন করে আক্রান্ত এই নারী উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ এলাকার খেরকিডাঙ্গী গ্রামের বাসিন্দা। প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে গত ১৭ এপ্রিল (শুক্রবার) প্রথমবারের মত পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আরেকজন ৪২ বছরের নারীর করোনা সনাক্ত হয়। আরো জানা যায়, নতুন করে আক্রান্ত এই নারীর ছেলে সাম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পরেই পরিবারসহ তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে ওই নারীরর পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে মঙ্গলবার ওই নারীর করোনা পজেটিভ আসে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest