মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। মহামারী করোনাভাইরাসের থাবায় থমকে গেছে গোটা বিশ্ব।ভাইরাসের এমন দাপট এর আগে কোনদিন দেখেনি বিশ্ববাসী। বাংলাদেশেও হানা দিয়েছে এ প্রাণঘাতী ভাইরাস। করোনাভাইরাস থেকে বাঁচতে উদ্বেগ, আতংক, আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ঘরবন্দি মানুষ। এমতাবস্থায় না খেয়ে যাতে কোন দুঃস্থ ও অসহায় লোক মারা না যায় সেই ব্যাপারে জরুরিভাবে ব্যক্তগতভাবে প্রদক্ষেপ গ্রহণ করেছে বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.রেজবি-উল-কবির। তার ব্যক্তিগত উদ্যোগে সেইভ তালতলী নামে একটি সেচ্ছাসেবী সংগঠন করে।সেখান থেকে চাল,ডাল,আলু,পিয়াজ,তৈল,লবন,ছোলা বুড, চিরা,চিনি,সাবান সহ। বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ শুরু করছেন তিনি। করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে রাতের আধারে তিনি গ্রামে গ্রামে ঘুরে নিজেই হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার খুঁজে বের করে করে ওইসব উপহার সামগ্রী বিতরণ করছেন। বুধবার রাতে তিনি বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরে আলম সুমন,যুবলীগের ১নংযুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, বড়বগী ইউনিনের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক, মো. মিরাজ জোমাদ্দার, মো.আলী হোসেন প্রমুখ। যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান কামাল মোল্লা বলেন আমরা প্রতিটি নিম্ম মধ্যবিত্ত পরিবারের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাতের অন্ধকারে খাবারটা পৌঁছে দিতে বদ্ধপরিকর তালতলী উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল কবির জানান,ব্যক্তগত উদ্যোগে উপহার সামগ্রী উপজেলার সর্বত্র পৌছাতে তিনি রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর গৃহীত প্রদক্ষেপ, করোনার কারণে গৃহবন্দি থেকে কোন লোক যাতে না খেয়ে মারা না যায় সেটি নিশ্চিত করতে রাতের আধারে ঘরে ঘরে তিনি নিজেই উপহার সামগ্রী নিয়ে হাজির হচ্ছি। সেইভ তালতলী এর পক্ষ থেকে, সত্যিকারার্থে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে, রাতের অন্ধকারে খাবারটা পৌঁছে দিতে চা। কারণ অনেক পরিবার আছে যারা অসহায় কিন্তু কারো কাছে বলতে পারে না তাই সেই সকল পরিবার খুঁজে বের করে করে উপহার সামগ্রী সুন্দর ও সুশৃংখলভাবে দিচ্ছি ।