নবাবগঞ্জে কর্মহীন আটোবাইক চালকদের খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

নবাবগঞ্জে কর্মহীন আটোবাইক চালকদের খাদ্য সামগ্রী প্রদান
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়েপড়া চার্জার আটোবাইক চালকদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে । শনিবার দুপুর ১২টায় রামপুর বাজার চার্জার আটোবাইক মালিক সমিতির উদ্যাগে সমিতির কার্যলায়ের সামনে শতাধিক অসহায় কর্মহীন চালকদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় আটোবাইক মালিক সমিতির সভাপতি মোঃ ফৌজিয়ার রায়হান হিটলার,সাধারণ সম্পাদক মোঃ মসফিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন । সমিতির সভাপতি জানান অসহায় কর্মহীন আটো চালকদের ২ কেজি আটা, ১কেজি চিড়া,ছোলাবুট,মশুরডাল,লবণ, আলু, খেজুর,সয়াবিন তেল, দেওয়া হয়েছে ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest