মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়েপড়া চার্জার আটোবাইক চালকদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে । শনিবার দুপুর ১২টায় রামপুর বাজার চার্জার আটোবাইক মালিক সমিতির উদ্যাগে সমিতির কার্যলায়ের সামনে শতাধিক অসহায় কর্মহীন চালকদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় আটোবাইক মালিক সমিতির সভাপতি মোঃ ফৌজিয়ার রায়হান হিটলার,সাধারণ সম্পাদক মোঃ মসফিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন । সমিতির সভাপতি জানান অসহায় কর্মহীন আটো চালকদের ২ কেজি আটা, ১কেজি চিড়া,ছোলাবুট,মশুরডাল,লবণ, আলু, খেজুর,সয়াবিন তেল, দেওয়া হয়েছে ।