মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে ২৬টাকা কেজি দরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২০ মৌসুমে ২ হাজার ৪শ ১৫ জন কৃষকের নিকট থেকে সরাসরি ২৪১৫ মেট্রিকটন ধান ক্রয় করবে সরকার। কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলা সংগ্রহ ও মনিটারিং কমিটির উদ্যোগে মাইকিং এ প্রতিটি ইউনিয়ন পরিষদে বাক্স রাখা হয়েছে , কৃষকের জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি আগামী ৫ মে ২০২০ তারিখের মধ্যে জামা দেওয়ার আহব্বান জানানো হচ্ছে । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হালিমুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে মোট ২৪১৫ জন কৃষকের নিকট থেকে সরাসরি ২৪১৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে, এর মধ্যে ১নং জয়পুরে ২৬১ জন,২নং বিনোদ নগরে ২৬২ জন,৩নং গোলাপগঞ্জে ৩০৯জন, ৪নং শালখুরিয়ায় ২২১ জন,৫নং পুটিমারায় ২৬০ জন, ৬নং ভাদুরিয়ায় ৩৩৮ জন ৭নং দাউদপুরে ২৭০জন, ৮নং মাহমুদপুরে ২৮৮জন ও ৯নং কুশদহ ইউনিয়নের ২০৬ জন কৃষকের নিকট ধান ক্রয় করা হবে। উপজেলা কৃষি অফিস জানান-উপজেলায় মোট কৃষক পরিবার ৪৮হাজার ১৭টি। চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ১৭হাজার ৪শ ৫৫ মেট্রিকটন।