খাদমেুল মোরসালনি শাকীর,রংপুর ব্যুরো ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আবারও দ্বিতীয় বারের মতো করোনা রোগে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যায় রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে। জানা গেছে, আক্রান্ত তিন জনেই পূরুষ। তাদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়ায় নমূনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব কনসালটেন্ট জাহাঙ্গীর আলম ও হাড়িয়ারকুটি ইউনিয়নের আজিজুল ইসলাম এবং কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ইয়াছিন আলী। এ নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ২জন করোনা রোগে আক্রান্ত হলো। মাগুড়ায় করোনা রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন,করোনা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়ার ইয়াছিন আলীর বাড়ীসহ ৪টি বাড়ী লকডাউন করা হয়েছে।