চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর :- ২৯ এপ্রিল বুধবার সকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রামের দুলাহার খাস পুকুর থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি প্রাচীন আমলের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফখরুল হাসান এর কাছে জমা দেয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজকে সকালে দুলাহার খাস পুকুরের পাড়ে মানুষরা পুকুরের মাটি কাটতে গেলে এই বিষ্ণু মূর্তিটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক এলাকার গ্রাম পুলিশ কর্তৃক বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইলে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।