এসএম স্বপন,বেনাপোলঃ বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) সকালে শার্শা ও বেনাপোলে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিয়োজিত কর্মি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের মাঝে এ পিপিই তুলে দেওয়া হয়। এসময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি নিজ উদ্যোগে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, বেনাপোল ফায়ার সার্ভিস অফিস, বেনাপোল পোর্টথানা, বন্দরে নিয়োজিত আনসার ক্যাম্প, আইন-শৃংখলায় নিয়োজিত বিশেষ শাখা, সাংবাদিক ও ডাক্তারসহ বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানে এ পিপিই বিতরণ করেন।