বেনাপোল সীমান্তে ফটো সাংবাদিক কাজল আটক

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ৩, ২০২০

বেনাপোল সীমান্তে ফটো সাংবাদিক কাজল আটক
এসএম স্বপন | বেনাপোল প্রতিনিধি | প্রায় দুই মাস ধরে নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ মে) গভীর রাতে ভারত থেকে অনুপ্রবেশ করে বাংলাদেশে আসার অভিযোগে তাকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, রাতে বিজিবির টহল দলের সদস্যরা তাকে সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল কাজল নামে এক ফটোসাংবাদিককে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি ১১/সি ধারায় একটি মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। আটক সাংবাদিককে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়নও নিশ্চিত করে বলেন, ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রাতেই তারা বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল গত ১০ মার্চ সন্ধ্যায় পক্ষকাল অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফলে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। তবে নিখোঁজের ঠিক ৩০তম দিনে (৯ এপ্রিল) ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ফোন নম্বরটি বেনাপোলেই চালু হয়েছিল। তখন কাজল নিখোঁজের বিষয়টির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আবদুল লোকমান বলেছিলেন, নিখোঁজ সাংবাদিক কাজলের ফোন নম্বরটি চালু হয়েছিল। লোকেশন দেখিয়েছে বেনাপোল। তবে করোনা পরিস্থিতি ও নম্বরটি কম সময় চালু থাকায় বেনাপোলে তখন অভিযান চালানো সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ৮ মার্চ হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest