করোনায় শার্শায় বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ৭, ২০২০

করোনায় শার্শায় বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
এসএম স্বপন,বেনাপোলঃ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে খুুলনা-২১ বি‌জি‌বি শার্শা উপ‌জেলার ৭টি বিও‌পি ক্যাম্প এলাকার দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর ও গোগার ১ হাজার দুস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর প‌রিবা‌রের মাঝে চাউল, ডাউল, আটা ও লবন বিতরণ ক‌রেন। এ খাদ্য সামগ্রীর দাতা ছিল বিদ্যানন্দ না‌মে এক‌টি বেসরকারী সংস্থা।
খুলনা-২১ বি‌জি‌বি পক্ষে এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ডেপু‌টি রি‌জিওনাল কমান্ডার কর্নেল আ‌মিরুল ইসলা‌ম, ২১ বি‌জি‌বি অ‌ধিনায়ক‌ লেঃ ক‌র্নেল মনজুর-ই-ইলা‌হি, টুআইসি মেজর সো‌হেল, এ‌ডি লিয়াকত হো‌সেন প্রমুখ।
‌মেজর সো‌হেল জানান, বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশন না‌মে এক‌টি বেসরকারি সংস্থা আমা‌দের মাধ্য‌মে এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন। সুষ্টু ভা‌বে বন্টনের জন্য ওই ফাউ‌ন্ডেশন বি‌জি‌বির সহ‌যো‌গিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest