হালদায় হত্যাকারীরা ভেঙ্গেছে অতীতের সকল রেকর্ডঃ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০

হালদায় হত্যাকারীরা ভেঙ্গেছে অতীতের সকল রেকর্ডঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
হালদায় আবারও মিঠা পানির ডলফিন হত্যা। এবার হত্যাকারীরা ভেঙ্গেছে অতীতের সকল নৃশংসতার রেকর্ড!
চট্টগ্রামের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে একটি ডলফিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে সাড়ে পাঁচ ফুট লম্বাএবং ৫২ কেজি ওজনের ডলফিনটির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। হালদা নদী ডলফিনেরে নিরাপদ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত ছিলো। কিন্তু সাম্প্রতিক বছর গুলোতে হালদা নদীর তীরে একের পর এক গড়ে উঠেছে পরিবেশ দূষণকারী শিল্প-কারখানা। অনেকদিন ধরেই দূষণের কারণে ক্রমান্বয়ে মারা পড়ছিলো একের পর এক ডলফিন। এটি নিয়ে এ পর্যন্ত হালদা নদীতে ২৪টি ডলফিনের মৃত্যু হলো। তবে এরকম মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কেটে ক্ষতবিক্ষত করার মত নৃশংসতা অতীতে আর কখনো দেখা যায়নি। ডলফিনের সেই অর্থে কোন বানিজ্যিক মূল্য না থাকলেও কোন অবিমৃষ্যকারী ডলফিনের কোন বিশেষ অর্গান বা চর্বি চুরির চেষ্টা করে থাকতে পারে বলে সন্দেহ হলেও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি! যে বা যারাই হত্যাকারী হোক, হোক তারা যত তুচ্ছ বা যত প্রভাবশালী, আমরা এইসব হত্যাকান্ডের অবসান চাই। নদী দূষণ বন্ধ করে অনন্য নদী হালদা ও এর জীববৈচিত্র্য বাঁচাতে ও প্রকৃতির প্রতিশোধ থেকে নিজেদের রক্ষা করতে জনমত গড়ে তুলতে হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest