মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকার কচাতলা (থ্রী স্টার এল পি জি) এর সাইড থেকে মল্লিকপাড়া, মোড়লপাড়ায় নতুন সড়ক নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হেজিং এ ব্যাবহারিত যে ইট ব্যাবহার করা হয়েছে তা খুবই নিন্মমানের। তাছাড়া রাস্তা যাতে পাশের পুকুরে ধসে না যায় এজন্য ইটের গাথুনী দেওয়া হয়েছে, যে গাথুনীর ইটের অবস্থা খুবই করুন, তাছাড়া গাথুনীও ঠিকভাবে দেওয়া হইনি। কোথাও ইট বের হয়ে আছে আবার কোথাও ভিতরে ঢুকানো। জানা যায় উক্ত সড়কের ঠিকাদার ফকিরহাট সদরের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এভাবে যদি রাস্তা তৈরী করা হয় তবে ৬মাস ও টিকবে না, যে ইট ব্যাবহার করা হচ্ছে তার কোন নাম্বার নেই। রাস্তায় যে খোয়া ব্যাবহার করেছে তাও খুবই নিন্ম মানের। বাতিল ইট ও খোয়া দিয়ে দায় সাড়া কাজ করে যাচ্ছে ঠিকাদার। এলাকাবাসীর দাবী এই রাস্তার কাজে ভাল ইট ব্যাবহার করতে হবে, নয়তো এই ঠিকাদারকে বাদ দিয়ে অন্য কোন ঠিকাদারকে কাজটি দেওয়া হোক। যাতে করে তাদের প্রত্যাশিত রাস্তাটিতে কোন দূর্নীতির ছোয়া না লাগে। এ ব্যাপারে উক্ত ঠিকাদার ফকিরহাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ইট বাটা থেকে তো ১নাম্বার ইট গেছে ওখানে যেয়ে কিভাবে ৩নাম্বার হলো সেটা আমার জানা নাই। এদিকে উক্ত ঠিকাদার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী’র বিরুদ্ধে ফকিরহাটে ভৈরব নদী খননের কাজে বাধা সৃষ্টি সহ এমনও একাধিক দুনীতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহানাজ পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি এবং উক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে জেলা প্রকৌশলী বলেন,বিষয়টি সম্পর্কে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে অবহিত করেছেন,আমি বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যাবস্থা গ্রহন করব।