কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অধিকাংশ সরকারী ও আবাসিক ভবণের আশে পাশে বনজঙ্গলের ভরপুর

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অধিকাংশ সরকারী ও আবাসিক ভবণের আশে পাশে বনজঙ্গলের ভরপুর
তানভীর আহমেদ কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অধিকাংশ সরকারী ভবণ ও আবাসিক ভবণ জরাজীর্ণ , ভবণের আশে পাশে বনজঙ্গলের ভরপুর । এই সব ভবনের পাশে ছোট ছোট ডোবা গুলো দেখে মনে হয় এ যেন ডেঙ্গু মশার অভয় আশ্রম । সামান্য একটু বৃষ্টি হলে সমাজ সেবা অফিস ও সাবরেজিষ্টার অফিসের সামনে হাটু পরিমান পানি জমে থাকে । এতে করে ঐ অফিসের কর্ম কর্তাও কর্মচারীরা যাতায়তে দূর্ভোগ পোহাচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, বর্ষাকালে আমাদের অফিস করতে নানা ভাবে দূর্ভোগ পোহাতে হয় । উপজেলার নির্বাহী অফিসার লামইয়া সাইফুল এই বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেননা । তিনি ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর নাঙ্গলকোটে উপজেলা নির্বাহী হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন দপ্তরে হযবরল পরিস্থিতি দেখাযায় । এই দিকে বৈশ্বিক করনো মহামারী জনসচেতনতা মূলক কর্মকান্ডে তেমন ভূমিকা না থাকলেও সামাজিক যোগাযোগ ফেইসবুকের বিভিন্ন পোস্ট নিয়ে ব্যস্থ থাকেন। আবার অনেকে অভিযোগ করে বলেন, অসহায় লোক জন তার কাছে ত্রাণের জন্য আসলে তিনি স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যানদের নিকট পাঠান। ব্যক্তিগত ভাবে কোন সহযোতিা করেন না। চলমান পরিস্থিতি তে একদিকে দেখা দিয়েছে বৈশিক করোনা অন্যদিকে ডেঙ্গুর আতংকে রয়েছে জনসাধারণ । আর এই ডেঙ্গু থেকে বাচার জন্য বর্তমান সরকার নানা কর্মসূচী গ্রহণ করেন। তারই অংশ হিসেবে বলা হয়, কোথাও বাড়ির আঙ্গিনায় ফুলের টপ পুরাতন বালতি পানি জমিয়ে রাখার জন্য নিষেধ থাকলে ও এই বিষয়ে কোন কার্যকারীতা নেই নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest