বাংলাদেশ এডিটরস ফোরামের ঈদ পুনর্মিলনী ও বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

বাংলাদেশ এডিটরস ফোরামের ঈদ পুনর্মিলনী ও বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

 

সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব মকছুদের রহমান মানিক নির্বাচিত

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ এডিটরস ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার একটি হোটেলে ঈদ পুনর্মিলনী ও বিশেষ কাউন্সল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি দৈনিক আপন কাগজ পত্রিকার সম্পাদক মকছুদের রহমান মানিক-এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আলোর বার্তা পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম সিকদার, দৈনিক সংবাদ মোহনার সম্পাদক ফখর“ল ইসলাম, দৈনিক আজকের প্রভাত পত্রিকার সম্পাদক নেজামুল হক, দৈনিক সুুর্যোদয় পত্রিকার প্রধান সম্পাদক সুব্রত শুভ্র, দৈনিক দেশকাল সম্পাদক জাকির হোসেন তালুকদার, দৈনিক দিনের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক সোনালী বার্তা ও মর্ণিং অবজারভার পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দৈনিক ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সম্পাদক মোঃ রেজাউল করীম (নাসির তালুকদার), সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল, দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক ওমর ফার“ক জালাল, দৈনিক পখের আলো পত্রিকার সম্পাদক মোঃ মাজহার“ল ইসলাম সাপ্তাহিক গিরিপথ পত্রিকার সম্পাদক মুশফিকুর রহমান।

কাউন্সিল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সময়ের আলো পত্রিকার প্রকাশক গাজী আহম্মদ উল্যাহ ও সিনিয়র সাংবাদিক রতন কান্তি দেবাশিষ।

পরে উপস্থিত প্রায় অর্ধশতাধিক সম্পাদকের সর্বসম্মতিতে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিশেষ কাউন্সিলে সর্বসম্মতভাবে সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের বাংলার পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী । মহাসচিব পদে একাধিক প্রস্তাবনা থাকলেও পরে সর্বসম্মতভাবে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক দৈনিক আপন কাগজ পত্রিকার সম্পাদক মকছুদের রহমান মানিককে মহাসচিব নির্বাচিত করা হয়।

এছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন দৈনিক আলোর বার্তা পত্রিকার সম্পাদক রফিক উল্যাহ সিকদার, দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক মনির“জ্জমান মিয়া, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ বাঙালি।

যুগ্ম মহাসচিব দৈনিক দেশকাল পত্রিকার সম্পাদক জাকির হোসেন তালুকদার। সহ সম্পাদক ডেইলী ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এবিএম সেলিম, দৈনিক আজকের প্রভাত সম্পাদক নেজামুল হক।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক ফজলুল রহমান জুলফিকার, দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক ওমর ফার“ক জালাল।

প্রচার সম্পাদক নির্বাচিত হন দৈনিক সূর্যোদয় পত্রিকার প্রধান সম্পাদক সুব্রত সুভ্র। অর্থ সম্পাদক দৈনিক সোনালী বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহজাহান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সম্পাদক মোঃ রেজাউল হক, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার সম্পাদক ফখর“ল ইসলাম।

এছাড়াও কয়েকটি পদ শূন্য রাখা হয় পরে সভাপতি মহাসচিব আলোচনা সাপেক্ষে পূরণ করবেন। মোট ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়।

কাউন্সিল অধিবেশন শেষে সভাপতি উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং অংশ গ্রহনের জন্য ধন্যবাদ জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest