মির্জাগঞ্জে কিস্তির টাকা আদায়ে ব্যর্থ হয়ে গ্রাহককে মারধর করার অভিযোগ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

মির্জাগঞ্জে কিস্তির টাকা আদায়ে ব্যর্থ হয়ে গ্রাহককে মারধর করার অভিযোগ
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে কিস্তির টাকা আদায়ে ব্যর্থ হয়ে গ্রাহককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ঋন কমিটির সভাপতির বিরুদ্ধে। বুধবার (১০ জুন) গ্রাহক মো.মাজেদ সিকদার অভিযোগ করে বলেন, আমি গত কয়েকমাস আগে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি থেকে বিশ হাজার টাকা ঋণ নেই এবং পাঁচ হাজার টাকা পরিশোধ করি। প্রতিদিনের ন্যায় গত সোমবার (০৮ জুন)সকালে কাজে গেলে সমিতির ঋন কমিটির সভাপতি মো.আল আমিন হোসেন,সমিতির ষ্টাফ বেলাল ও নেছার ডাইনিংয়ের রান্না ঘরে এসে কিস্তির টাকা চায়। তাদের কাছে আমি কয়েকদিন সময় চাইলে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে আল আমিনসহ তার দুই সহোযোগী বেলাল ও নেছার আমাকে মারধর করে বিবস্ত্র করে ফেলে। আমার ডাক চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খলিফা (রঃ) দরবারের ওয়াকফ্ এষ্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খলিফা (রঃ) দরবারের ওয়াকফ্ এষ্টেটের কর্মরত ষ্টাফ ও শিক্ষা প্রতিষ্ঠানের ইয়াতিম খানার ছাত্রদের জন্য পরিচালিত ডাইনিংয়ে স্বল্প বেতনে বাবুর্চির চাকুরী করি। এ ব্যাপারে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ঋন কমিটির সভাপতি মো.আল আমিন হোসেন বলেন,তার কাছে সমিতির ঋনের টাকা পাওনা থাকলেও আমার ব্যক্তিগত পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। মারধর করার কোন ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য মির্জাগঞ্জ থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

মুজিব বর্ষ

Pin It on Pinterest