পদ্মার এপারে খুলনায় প্রথম বেসরকারী পর্যায়ে চালু হচ্ছে করোনা পরীক্ষা ও চিকিৎসা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

পদ্মার এপারে খুলনায় প্রথম বেসরকারী পর্যায়ে চালু হচ্ছে করোনা পরীক্ষা ও চিকিৎসা
গোলাম মোস্তফা খান ঃ পদ্মার এপারে তথা দক্ষিণবঙ্গে প্রথম বেসরকারী পর্যায়ে চালু হচ্ছে করোনা পরীক্ষা ও চিকিৎসা। এই চ্যালেঞ্জিং কাজে এগিয়ে এসেছে গাজী মেডিকেল কলেজে হাসপাতাল। আগামী ১০ জুলাই ৫০ শয্যা করোনা আইসোলেশন ইউনিট চালু হচ্ছে। গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বঙ্গকমল আজকের তথ্য কে জানান, সব কিছু ঠিক থাকলে ১০ জুলাই চালু হবে করোনা ইউনিট, সাথে থাকবে ফ্লু কর্ণার ও আইসোলেশন বিভাগ। তিনি জানান, গাজীতে পুর্বেই পিসিআর মেশিন রয়েছে, পরীক্ষা করার যোগ্য ও অভিজ্ঞ জনবল রয়েছে,চিকিৎসা সেবায় জড়িত অন্যান্যদের মনোবল চাঙ্গা করতে আজ বুধবার থেকে ওরিয়েন্টেশন চলছে। তিনি জানান, গামেক এর সকল শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী ও হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক,স্যাকমো, সেবিকা, টেকনোলজিষ্ট, টেকনিশিয়ান, আয়া,ওয়ার্ল্ড বয়, কর্মকর্তা – কর্মচারী সবাই এগিয়ে এসেছে করোনা যোদ্ধা হিসেবে এ অঞ্চলের মানুষের সেবা দিতে । গাজী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান আজকের তথ্য’কে জানান, এ অঞ্চলের করোনা রোগীদের সেবায় গামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট, ফ্লু-কর্নার ও আর টি পিসিআর ল্যাব সম্পুর্ন প্রস্তুত রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটে থাকছে পরিপুর্ন অক্সিজেন ব্যবস্থা। এই ইউনিটে আপাতত দুইটি ভেন্টিলেটর এর পাশাপাশি চারটি হাই ফ্লো নেজাল ক্যানুলাও থাকছে। বেসরকারি পর্যায়ে এই প্রথম খুলনাতে ভেন্টিলেটর সুবিধা থাকছে। তিনি জানান,,করোনা আইসোলেশন ইউনিট, পিসিআর ল্যাব ও ফ্লুওপিডি কর্নার হাসপাতালের অন্যান্য অংশ থেকে একেবারে আলাদা থাকবে, ফলে হাসপাতালের অন্যান্য রোগীদের জন্য সকল চিকিৎসা সেবা নিরাপদ ও অব্যাহত থাকবে।স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনও চুড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সব কিছু ঠিক থাকলে এ মাসের ১০ তারিখ চালু হবে পুর্নাঙ্গ করোনা ইউনিট। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে করোনা পরীক্ষা করাতে সরকার নির্ধারিত ফি ( ৪৫০০ টাকা) নেয়া হবে এবং দ্রুত পরীক্ষার ফলাফল জানা যাবে। তিনি বলেন, আমরা সকলে মিলে এ যুদ্ধটা সাহসের সাথে করি এবং বিজয়ী হই।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest