ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছে। এর মধ্যে গতকাল বিকেলের দিকে নজরুল ইসলাম স্বপন(৩৮) নামে ১জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তার বাড়ী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামে। এবং অন্যজনের পরিচয় এখনো জানা যায় নি
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে মুছাপুর ক্লোজারে ঘুরতে আসা ২৩ পর্যটকের মধ্যে ৭জন ঝাঁকি জাল দিয়ে শখের বশে নদীতে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে ৩জন তলিয়ে গিয়ে পর্যন্ত নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। উদ্ধার অভিযান চলাকালে বিকাল ৩টা ৪৫মিনিটে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করে।
এবং অন্যজনের লাশ আজ সকাল ৭টায় ভেসে উঠে।
নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক(ডিএডি) নিউটন দাস এ তথ্য নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত ১জনের লাশ পাওয়া গেছে।
এবং আরেক যুবকের মরদেহ আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ছোট ফেনী নদীতে ভেসে উঠে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST