কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো দুই প্রতিবন্ধী শিশুর লাশ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো দুই প্রতিবন্ধী শিশুর লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম সদরের মোগলবায় নিখোঁজের একদিন পর দুই প্রতিবন্ধী শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবলু জানান, ইউনিয়নের নিধিরাম গ্রামের বেলাল হোসেনের দুই বাক প্রতিবন্ধী শিশু মারুফ (১০) ও মাউন (৭) সোমবার বিকেলে নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (১সেপ্টেম্বর)) ভোরে মসজিদ থেকে বের হয়ে মুসুল্লিরা ঐ এলাকার পুকুরে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে এলাকার লোকজন শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest