ফুলবাড়ীতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

ফুলবাড়ীতে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম আরিফুল ইসলাম(১৭)। সে নাগেশ্বরীর কদমতলা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আরিফুল ছোটবেলা থেকেই উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে নানা আজগর আলীর বাড়ীতে থেকে লেখাপড়া করত।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে আরিফুল বাড়ীর পাশের জমিতে থাকা শ্যালো মেশিন ঢাকতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। সেখান থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ও বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest