সাকিব খান মাহিয়া মাহির নতুন ছবি নবাব এলএলবি :

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

সাকিব খান মাহিয়া মাহির নতুন ছবি নবাব এলএলবি :

মোঃ সোহেল রানা বিনোদন রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়ক সাকিব খান ও শীর্ষস্থানীয় নায়িকা মাহিয়া মাহির নতুন ছবি নবাব এলএলবি নিয়ে করোনা মহামারিতে দীর্ঘ ৬ মাস লকডাউনের পর চলচ্চিত্রাঙ্গনে আবার উৎসবমুখর আলোচনা শুরু হয়েছে। স্বনামধন্য পরিচালক অনন্য মামুনের পরিচালনায় সাকিব খান ও মাহিয়া মাহির নবাব এলএলবি ছবির স্যুটিং চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে গল্পের প্রয়োজনে ইতিমধ্যে তিনশো ফিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন স্যুটিং হয়েছে। আগামীকাল থেকে নবাব এলএলবি ছবির স্যুটিং হবে এফডিসিতে।

বিগ বাজেটের এই ছবির দুইটি গানের স্যুটিং হবে লন্ডনে। ছবিটির অসাধারণ গল্প, গান, এ্যাকশন, রোমান্স, পারিবারিক সেন্টিমন্ট, নির্মানশৈলী সব মিলিয়ে একটি অসাধারণ ছবি হতে যাচ্ছে সাকিব খান মাহিয়া মাহির নবাব এলএলবি ছবিটি। এই ছবিতে সাকিব খান মাহিয়া মাহির সাথে আরও অভিনয় শিল্পীরা হলেন অর্চিয়া স্পর্শিয়া, শহিদুজ্জামান সেলিম, আনোয়ারা, সীমান্ত প্রমুখ। সাকিব খান ও মাহিয়া মাহির কোটি কোটি ভক্তরাও অধির আগ্রহে অপেক্ষা করতেছে নির্মানাধীন বিগ বাজেটের নবাব এলএলবি ছবিটি দেখার জন্য। নায়ক সাকিব খানও গত মার্চ মাসে সর্বশেষ বীর ছবির স্যুটিং এর পর করোনা মহামারির দীর্ঘ বিরতির শেষে পূনরায় নবাব এলএলবি ছবির স্যুটিং এর মাধ্যমে কাজে ফিরে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন এবং তার কোটি কোটি ভক্ত দর্শকদের নতুন ছবি উপহার দিতে বেশ মুখিয়ে আছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest