নভেম্বরেই ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত হবে ঢাকা: তাপস

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

নভেম্বরেই ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত হবে ঢাকা: তাপস

ঢাকা অফিস
চলতি বছরের নভেম্বরেই ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা, এমনটাই নিশ্চিত করেছেন দক্ষিণের মেয়র। নগরভবনে রোববার (১৮ অক্টোবর) সকালে ক্যাবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠক শেষে মেয়র জানান, কাল থেকেই একই সঙ্গে শুরু হবে তার অপসারণ ও মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ। এলাকাভেদে সময় কিছুটা বেশি লাগতে পারে উল্লেখ করে খরচ মওকুফ করায় সন্তোষ প্রকাশ করেন অপারেটররা।

কোন ধরনের পূর্বপ্রস্তুতি কিংবা সেবাদাতাদের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ঢাকার দুই সিটি করপোরেশন। এতে বহু এলাকায় স্থবির হয়ে পড়ে ইন্টারনেট সেবা কার্যক্রম। সেবাদাতারা বাধার মুখে পড়ে। ডিশ সংযোগ চালু রাখতেও বিপর্যয়ের মুখে পড়ে।

এই অবস্থায় শুরু হয় সিটি করপোরেশন দুটির এমন উদ্যোগের সমালোচনা। এ অবস্থায় রোববার সকালে নগরভবনে ক্যাবল অপারেটর আর ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র। এরপর তিনি ঘোষণা দিলেন, অবসান হয়েছে ভুল বোঝাবুঝির, নভেম্বরেই ঝুলন্ত তারমুক্ত হবে ঢাকা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest