ফ্রান্সে রাসুল (স) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

ফ্রান্সে রাসুল (স) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল (সা) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুুুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে দ্রুত ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কার্টুন প্রদর্শন বন্ধের আহবান জানানো হয়। তা নাহলে মুসলিম জনতা ফ্রান্সের বিরুদ্ধে কঠোর আহবান গড়ে তুলবে। এছাড়া ফ্রান্সের সকল পণ্য বয়কট করে তাদের অর্থনীতি দুর্বল করে দেয়া হবে। ফ্রান্সের প্রতি ঘৃণা ও ধিক্কার জানানো হয়। ফ্রান্সের এমন হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest