চলতি বছরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশে অনিশ্চয়তা ll

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

চলতি বছরে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশে অনিশ্চয়তা ll

অনলাইন ডেস্ক : লিখিত পরীক্ষার ফল পিছিয়ে যাচ্ছে। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য চেষ্টা চলছে। এ জন্য সরকারি ছুটি এবং শনিবারও কাজ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তরা। কিন্তু বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে দেরি হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার পরিচালক মো. নেয়ামত উল্ল্যাহ বলেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য আমরা কাজ করছি। আমারও চাই দ্রুত ফল প্রকাশ করতে। এই জন্য আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো ঘাটতি নেই। যখনই কাজ শেষ হবে তখনই ফল প্রকাশ হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest