দুমকিতে ডায়রিয়ার প্রার্দূভাব কমছে।

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

দুমকিতে ডায়রিয়ার প্রার্দূভাব কমছে।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় মারাত্বক ভাবে বেড়ে যাওয়া ডায়রিয়া রোগ ক্রমেই কমতে শুরু করেছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রতিদিন বহুসংখ্যক রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসত। ৩১ সিটের হাসপাতালে এক সময় ৮০-৯০ জন ডায়রিয়ার রোগী ভর্তি ছিল। মেঝেতে ঠাঁই পেত না রোগীরা। এখন আর তেমন ভিড় নেই। গত দু’দিনে মাত্র ১৬ জন রোগী ভর্তি হয়েছে ।


বর্তমানে চিকিৎসার জন্য ১৮ জন আছেন বলে জানান ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা গেছে, ৫-৭ বা ১০ দিন চিকিৎসা নিয়ে রোগীরা অনেকেই সুস্থ হয়ে গেছেন। তবে অনেক রোগী এখনও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest