আজ ঢাকায় দিনভর হতে পারে বৃষ্টি!

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

আজ ঢাকায় দিনভর হতে পারে বৃষ্টি!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ (শুক্রবার) ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সারাদিন থেমে থেমে এমন বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়া নিয়ে এমন পূর্বাভাসের কথাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দিনই আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি থেমে গেলেও আবহাওয়ায় অনুভূতি হতে পারে অস্বস্তিকর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ সারাদিনই ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে। এ কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়ায় অনুভূতি হবে অস্বস্তিকর। আর্দ্রতা যেহেতু অনেক বেশি, তাই যখনই বৃষ্টি থেমে যাবে তখন অস্বস্তি বোধ হবে। তাপমাত্রা গড়ে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করছে। সুতরাং এই তাপমাত্রায় যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে অস্বস্তি হবেই।’

বৃষ্টিপাতের কারণ সর্ম্পকে জানতে চাইলে মল্লিক বলেন, ‘মৌসুমী বায়ুর সক্রিয়তা বা নিষ্কিয়তায় ওপর সাধারণত বৃষ্টিপাত হয়। এখন বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয়। এই কারণেই বৃষ্টিপাত হচ্ছে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest