কুড়িগ্রামে সতের লক্ষ টাকার ইয়াবার চালান আটক

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

কুড়িগ্রামে সতের লক্ষ টাকার ইয়াবার চালান আটক

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ৩৫ বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ১৭ লক্ষ ২৪ হাজার ৪শ টাকা মূল্যের ইয়াবার চালান আটক করেছে। বুধবার (৬ অক্টোবর) ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৭৪৮টি ইয়াবা জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রৌমারী উপজেলার হিজলামারী ও মোল্লারচর বিওপি’র বিজিবি সদস্যরা চর ফুলবাড়ী ও মোল্লারচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৭ লক্ষ ২৪ হাজার ৪শ টাকা মূল্যের ৫ হাজার ৭৪৮ টাকার ইয়াবার চালান আটক করে। অভিযানে হিজলামারীতে নেতৃত্ব দেন হাবিলদার কমল কৃঞ্চ সরকার এবং মোল্লার চরে নায়েক সুবেদার মো. জাহাঙ্গীর আলম।

জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, প্রধানমন্ত্রী কতৃক জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

তিনি আরও জানান, আটককৃত মাদকের বিপরীতে রৌমারী থানায় জিডি কার্যক্রম শেষে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন সদরে জব্দকৃত মাদক জমা রাখা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest