হাতীবান্ধায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত l

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

হাতীবান্ধায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত l

নুরমোহাম্মাদ উজ্জল
হাতীবান্ধা প্রতিনিধি’:
বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩০শে নভেম্বর) বিকাল ৪ঘটিকায় পারুলিয়া বাজারে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পাটিকাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী (সভাপতি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ) বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু(স্ট্যান্ডিং কমিটির সদস্য গেরিলা লিডার) প্রধান বক্তা জনাব মোঃ শফিয়ার রহমান (সাধারণ সম্পাদক তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ)
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমান গনি বাদশা সাবেক চেয়ারম্যান পাটিকাপাড়া ইউপি। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী দ্রুত তিস্তার কাজ বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন আমরা নদী এলাকার মানুষ আর কত অবহেলিত হব। গত (২০শে অক্টোবর) বুধবার তিস্তার অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।
তিনি দ্রুত নদীর কাজ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest