ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
শিহাব মন্ডল,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের একমাত্র পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’।
আজ সোমবার(১লা নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করে গ্রীন ভয়েসের কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- গ্রীন ভয়েস বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজীদ স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়াল হোসেন, দপ্তর সম্পাদক শিহাব মন্ডল,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুরাইয়া, সাকিব,আরিফুল ইসলাম,মাসুদ,সুমাইয়া শান্তা,আখি,মোহনা,শাওন,গোলাম রাব্বানী প্রমুখ।
গ্রীন ভয়েস বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজীদ বলেন,প্রকৃতি পরিবেশ জীবন,এই স্লোগান ধরেই গ্রীন ভয়েসের যাত্রা।এই স্লোগানকে কেন্দ্র করে আমরা পরিবেশের সাথে সম্পর্কিত নানা বিষয় নিয়ে কাজ করছি।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের মার্কেটিং এর কাজে পোস্টার লিফলেট ব্যবহার করে যা রাস্তায় এক বিশ্রী অবস্থার সৃষ্টি করেছে, এগুলো আমরা নিজেদের সচেতনতা থেকেই পরিষ্কার করছি, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। কিন্তু আমরা নিজেরাই এসব ময়লা করে রাখি।
আমাদের উচিৎ যত্রতত্র ময়লা করব না এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST