কুড়িগ্রামের ফুলবাড়িতে সমবায় দিবস উপলক্ষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন এমপি পনির উদ্দিন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়িতে  সমবায় দিবস উপলক্ষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন এমপি পনির উদ্দিন

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।০৬.১১.২০২২
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে ফুলবাড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হচ্ছে।
৬ নভেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথিনহিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী, সরকার।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest