কুড়িগ্রামে শর্ট সার্কিট থেকে আগুন, সিলিন্ডার বিস্ফোরণে সব ভস্মীভূত l

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

কুড়িগ্রামে শর্ট সার্কিট থেকে আগুন, সিলিন্ডার বিস্ফোরণে সব ভস্মীভূত l

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গপুর ইউনিয়নে আগুনে একই বাড়ির চারটি বসতঘরসহ আসবাব ও তৈজসপত্র ভস্মীভূত হয়েছে। ভর দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে পরিবারটি। শনিবার (৬ নভেম্বর) ইউনিয়নের দুর্গাপুর বাজার সংলগ্ন সরদার পাড়ার অনিল বর্মণের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বৈদ‌্যুতিক শর্ট সার্কিট থেকে অনিল বর্মণের বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তে তা ছড়িয়ে পরে। এ সময় ঘরে থাকা রান্নার কাজে ব‌্যবহৃত গ‌্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বসতবাড়ির চারটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। পরে উলিপুর ও কুড়িগ্রাম সদর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভুক্তভোগী পরিবারের সবকিছু শেষ হয়ে যায়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আবেদ আল‌ী সরদার জানান, অনিল বর্মণ ও তার ছেলেমেয়ের চারটি ঘরইপুড়ে গেছে। তাদের সহায়তার জন‌্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ‌্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবারের দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘দুর্গাপুরের অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনেছি। পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তাদের কী পরিমাণ সহায়তা প্রয়োজন তা পর্যবেক্ষণের জন্য সেখানে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন। প্রতিবেদন পেলেই সে অনুযায়ী সহায়তা করা হবে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest