ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৮ কেজি গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার ২০ টাকা বলে জানিয়েছেন বিজিবি। বিজিবি সুত্রে জানা গেছে, বালারহাট ক্যাম্পের হাবিলদার শাকিল মোর্শেদের নের্তৃত্বে টহলরত বিজিবির সদস্যরা শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার আন্তজার্তিক মেইন পিলার নং ৯৩৬ এর নিকট প্রায় ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্বফুলমতি এলাকায় একদল মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে ধাওয়া করে। বিজিবির ধাওয়া খেয়ে মাদক চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
শনিবার সকালে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা জব্দকৃত গাঁজা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে প্রেরণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST