তেঁতুলিয়া পুরাতন বাজারে কালী মন্দিরটি নির্মাণের শুভ উদ্বোধন l

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

তেঁতুলিয়া পুরাতন বাজারে কালী মন্দিরটি নির্মাণের শুভ উদ্বোধন l

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিধিনি :
তেঁতুলিয়া উপজেলায় পুরাতন বাজারে কালী মন্দিরটি ১শ বছর বয়স হলে হিন্দু সম্প্রদায়ের কালী মন্দিরটি দীর্ঘদিন ব্যবহারের অযোগ্য হলেও সেটি ব্যাবহারের যোগ্য করে তোলেন বর্তমান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কানঞ্চনকুমার দেব এর সভাপতিত্বে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান করিম সিদ্দিকী।

এর আগে নতুন করে কালী মন্দিরটি নির্মাণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের কালী মন্দিরের জায়গাটি দীর্ঘ দিন ধরে মন্দির ব্যবহার করা মত ছিলো না। মন্দিরটি নতুর বরে প্রশাসনের সাথে কথা বললে,তিনি দেখে বলেন তেঁতুলিয়া যেহেতু পর্যটক এলাকা সেদিকটা দেখে কালী মন্দিরটি দেখার মত স্থান করে তুলতে আমাদের সহযোগীতায় মন্দিরের নির্মাণ ২০২১ সালে কাজটি করা হবে।

পরে ধর্ম মন্ত্রনালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন সনাতন ধর্মালম্বীদের মুন্দীর উন্নয়ন সংস্কার প্রকল্প ইন্জিনিয়ার মো শাহিন আলম (সন্টু) মাধ্যমে তাবাস্সুম ট্রেড ইন্টারন্যাশনাল তানসিন মজুদার বোদা,পঞ্চগড় ঠিকাদার হিসাবে কাজটি পান এর বাজেট প্রায় ১০লক্ষ টাকা ধর্মালম্বীদের মুন্দীর উন্নয়ন সংস্কার প্রকল্প থেকে দেওয়া হয়। প্রকল্প ইন্জিনিয়ার শাহিন আলম জানান তেঁতুলিয়া উপজেলায় ৩টি মুন্দীর করা হবে।এরমধ্য তেঁতুলিয়া পুরাতন বাজার মোমিনপাড়া ১টি, জামরী গুড়িতে কালী মুন্দীর ১টি, ভদেশ্বরে শীব মুন্দীর ১টি গড়ে তোলা হবে,একয় প্রকল্পের আওতায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি জাহেদুল ইসলাম পুজা উদযাপন কমিটির অরুনাংগু সেন সহদেব বর্মণ রতীশ ঘোষ বীরেন্দ্রনাথ বর্মণ বিশাল ঘোষ, সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেক।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest