ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
“টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব বৈচিত্রময় হস্তশিল্পের প্রসার”স্লোগানে বেসরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় দিনাজপুরে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় হস্তশিল্প প্রকল্পের প্রদর্শনী ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে শহরের সুইহারী মোড়ে একটি বেসরকারি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ রিসালাত সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক এর দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার হোসনে আরা খাতুন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমিউল আলম কোরেশি । সংস্থার প্রজেক্ট ম্যানেজার আয়েশা সিদ্দিকা অনুষ্ঠানে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়নের লক্ষে পরিবেশবান্ধব হস্তশিল্পের প্রসারে বৈচিত্র্যময় পণ্য তৈরীতে প্রযুক্তিগত ব্যবহার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পরিবেশকে ঠিক রেখে কার্যক্রম পরিচালনায় গুরুত্বআরোপ করেন বক্তারা। প্রকল্পটি রংপুর ও দিনাজপুর জেলার রংপুর সদর, কাউনিয়া, দিনাজপুর সদর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় বাস্তবায়নাধীন আছে বলে জানান আয়োজকরা
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST